জেলা প্রশাসকের বার্তা

রাষ্ট্রের সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় সাধন হয় মাঠ প্রশাসনের মাধ্যমে। মাঠপ্রশাসনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রতিষ্ঠান হলো জেলা প্রশাসন এবং এটি জেলা পর্যায়ে সরকারের সকল নির্বাহী কাজ সম্পাদন ও সমন্বয় সাধনের কেন্দ্রবিন্দু। দেশের সাধারণ জনগণেরআকাঙ্খাকে ধারণ ও পূরণে জেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহ্যগতভাবেই জেলা প্রশাসক একটি জেলার প্রধান নির্বাহী।তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে জেলা পর্যায়ে গৃহীত সরকারী বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন ও সমন্বয় করে থাকেন। জেলা পর্যায়ের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রবিন্দু হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়,যার মাধ্যমে বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন ও সমন্বয় সাধন করা হয়ে থাকে। রাজস্ব আদায় ও ভূমি ব্যবস্থাপনা, নির্বাহী ম্যাজিস্ট্রেসী, আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রেজারী, স্থানীয়সরকার কার্যক্রম, শিক্ষা, পাবলিক পরীক্ষা, স্বাস্থ্য সেবা, জাতীয় ও স্থানীয় নির্বাচন, প্রটোকল, মোবাইল কোট পরিচালনা ইত্যাদি কার্যক্রম জেলা প্রশাসনের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। সকল কার্যক্রমের সমন্বয় সাধনের সুবিধার্থে একটি সমৃদ্ধশালী তথ্য ভান্ডার এবং যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে খাগড়াছড়ি জেলা পোর্টাল। এর মাধ্যমে যে কোন ব্যক্তি, যে কোন সমযয়ে ও যে কোন স্থান থেকে নির্ভরযোগ্য ও মানসম্পন্ন তথ্য ভান্ডার ব্যবহার করতে পারবে, জেলা প্রশাসন এবং অন্যান্য সরকারী অফিসের সংগে জনগণের সহজ যোগাযোগ স্থাপন সম্ভব হবে এবং জেলা প্রশাসনের কার্যক্রমে অধিক জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিম্চিত করা হবে বলে আমি বিশ্বাস করি। সর্বোপরি যাদের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতায় সমৃদ্ধ ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার খাগড়াছড়ি জেলা পোর্টাল বাস্তবায়ন সম্ভব হয়েছে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
খাগড়াছড়ি পার্বত্য জেলা

লক্ষ্য সমূহ

  • অনলাইন সিস্টেমের মাধ্যমে সেবা প্রদান
  • সেবা সহজীকরণ
  • স্বল্প খরচে, কম সময়ে সনদের আবেদন
  • আবেদনের পর মোবাইলে/ইমেইলে ট্র্যাকিং আইডি প্রাপ্তি
  • অনলাইনে আবেদনের অগ্রগতি যাচাই
  • দ্রুত সেবা প্রাপ্তি নিশ্চিত করা

জ্ঞাতব্য বিষয়সমূহ

  • আবেদনকারীকে অবশ্যই খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদন ফর্মের সকল ধাপগুলো সঠিকভাবে পূরণ করতে হবে।
  • আবেদনের সাথে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) ও চেয়ারম্যান/মেয়রের সনদের স্ক্যানকৃত কপি সংযোজন করতে হবে।
  • আবেদনের অগ্রগতি সম্পর্কে জানতে ও সনদপত্র ডাউনলোড করতে ট্র্যাকিং আইডি ব্যবহার করতে হবে। আপনার মোবাইলে/ইমেইলে প্রেরিত ট্র্যাকিং আইডিটি সযত্নে সংরক্ষণ করুন।